পিএসটিএস : ইহা একটি পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল। সমগ্রবিশ্বে এধরণের দুটি প্রতিষ্ঠান আছে তার মধ্যে ইহা একটি অন্যটি মালেশিয়ায়। এ প্রতিষ্ঠানটি প্রথমে টেকটিক্যাল জাংগল ওয়ার ফেয়ার নামে পার্বত্য চট্টগ্রামের মহালছড়িতে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সনের পর হতে স্কুলটি পৃথক ভাবে একজন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে সরকারী নির্দেশে টেকটিক্যাল াংগল ওয়ার ফেয়ার স্কুল নামটি পরিবর্তন করে ‘ পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল নামকরণ করা হয়েছে। এ স্কুল হতে জাংগল যুদ্ধের বিভিন্ন কলা কৌশল প্রশিড়্গণ প্রাপ্ত দড়্গ প্রশিড়্গক ( সহকারী পুলিশ সুপার হতে হাবিলদার পর্যনত্ম) দ্বারা এর জন্ম লগ্ন হতে এপিবিএন, বিভিন্ন জেলা মেট্রোপলিটন, আরআরএফ সহ অন্যান্য ইউনিটের কনষ্টেবল হতে এএসপি পর্যনত্ম প্রত্যেক পদ-মর্যাদার সদস্যদের প্রশিড়্গণ দেয়া হয়ে থাকে। এখানে চার প্রকারের প্রশিড়্গণ দেয়া হয়। (১) জাংগল ওয়ার ফেয়ার ওরিয়েনটেশন কোর্স (২) বিশেষ জাংগল ওয়ার ফেয়ার কোর্স (৩) মৌলিক জাংগল ওয়ার ফেয়ার কোর্স (৪) ইউনিট প্রশিড়্গক প্রশিড়্গণ কোর্স।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস